অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক যে টিমের সাথে গো-গার্লস আয়োজন করেছে তাদের একটি সিগনেচার ট্রেক।

ছবিতে ছবিতে

যে সব সুবিধা থাকছে

অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক যে টিমের সাথে গো-গার্লস  আয়োজন করেছে তাদের  একটি  সিগনেচার ট্রেক। সফলতার সাথে এখন অবদি মোট 50 বার অন্নপূর্ণার উঠানে হেঁটে এসেছে তারা। নেপালের জনপ্রিয় ২ টা রুটের মধ্যে অন্নপূর্ণা বেইজক্যাম্প অন্যতম।  

পৃথিবীর অন্যতম কঠিন পর্বতের সামনে নিজেকে আবিষ্কার করাটা এক অভূতপূর্ব  অনুভূতি.... 


অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক মডারেটস লেভেলের ট্রেক, এই ট্রেকে যেতে হলে ভালো ফিটনেস আর হালকা হাটাহাটি করার অভ্যাস থাকতে হবে।পাশাপাশি দেশের পাহাড়ে ট্রেকিং হাইকিং করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। 


বেস্ট টাইম

---------

এই ট্রেকের বা বলতে গেলে হিমালয়ের যেকোন ট্রেকে হাঁটার পারফেক্ট সিজন ধরা হয় মার্চ-মে বা সেপ্টেম্বর- নভেম্বর পর্যন্ত। বসন্ত হিমালয়ে বিচরণ করে এপ্রিল-মে-জুন মাস ব্যাপী। এ সময়ে রডোডেনড্রন এর পাশাপাশি বরফের আধিক্য বেশি থাকে।  সেপ্টেম্বর থেকে নভেম্বর সময়টা পরিস্কার আকাশ থাকে। অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেকের জন্য এই সময়গুলো ভাল। 


প্রিপারেশন 

---------

অন্নপূর্ণা বেইজক্যাম্প ট্রেক একটি হাই অল্টিচিউড ট্রেক। যেখানে অতি উচ্চতায় প্রতিদিন ৫-৭ ঘন্টা হাটা লাগতে পারে। তাই এই ট্রেকে যাওয়ার আগে অবশ্যই ভালো শারিরীক প্রস্তুতি নিতে হবে। আমরা সবাইকে মেসেঞ্জার গ্রুপে এড করে ফিটনেস নিয়ে কাজ করার গাইডলাইন দিয়ে দিবো। সবাই আমাদের গাইডলাইন গুলো অনুসরণ করে নিজেকে ট্রেকের জন্য প্রস্তুত করার জন্য অনুরোধ থাকবে।




🖐️🖐️ সম্ভাব্য যাত্রার তারিখ-  ১৬ ডিসেম্বর, ২৬ শে মার্চ  এবং ৩ এপ্রিল ( তিনটা ইভেন্ট এই দুই ডেটে)

এটা ১০০ ভাগ ফাইনাল ডেট না।  

ট্রেকের ১ মাস আগে ফাইনাল ডেট জানানো হবে॥ শুধু ডিসেম্বরের ডেট ফাইনাল 

-----------------------------------------


💢💢 আইটিনারি

----------------


১ম দিন # ঢাকা টু কাঠমুন্ডু ফ্লাইট, রাতে কাঠমুন্ডু থেকে পোখারার উদ্দেশ্যে যাত্রা।


২য় দিন # খুব সকালে পোখরা পৌছাবো। এদিনই আমরা সকালে নাস্তা সেরে পারমিট অফিস থেকে পারমিটের কাজ সেরে রিজার্ভ গাড়িতে যাত্রা করবো ঝিনু এর উদ্দেশ্য এ সেখান থেকে ২:৩০-৩ ঘন্টা ট্রেক করে চমরং । 


৩য় দিন # চমরং থেকে ট্রেক করে এদিন চলে যাবো দোভান। ৫-৬ ঘন্টা ট্রেক....


৪ র্থ দিন # দোভান থেকে দেউরালি ৪-৫ ঘন্টা ট্রেক।


৫ম দিন # দেউরালি থেকে এবিসি বেস ক্যাম্প  ৫-৬ ঘন্টার ট্রেক ।


৬ ষ্ট দিন # এবিসি থেকে খুব ভোরে উঠে অন্নাপূর্না বেস ক্যাম্প (এবিসি) ঘুরে এসে ব্যাম্বো এসে থাকবো ৬-৭ ঘন্টা ট্রেক । 


৭ম দিন # ব্যাম্বো থেকে চমরং/ঝিনু এসে রাত থাকবো ৫-৬ ঘন্টা ট্রেক । 


৮ম দিন # চমরং/ ঝিনু থেকে রিজার্ভ গাড়িতে পোখরা। এদিন পোখারায় রাত্রিযাপন। অথবা আইটিনারি অনুযায়ী ট্রিপের শেষ দিন।

তাই রাতের বাসে চলে যাবো কাঠমান্ডুতে।

নোট:- টিমের সুবিধার জন্য আইটিনারি চেঞ্জ হতে পারে। তবে অবশ্যই সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ঝিনু হয়েও আমরা স্টার্ট করতে পারি। ঝিনু তেই শেষ করতে পারি।


(৮ম দিন পর্যন্ত আপনি আমাদের রেস্পনসিবিলিটি, কেউ চাইলে ৯ম দিন থেকে নিজ খরচে এক্সট্রা থাকতেই পারেন।)


💰💰৯০ হাজার টাকা ( ৮রাত ৯দিন) ৩০ নভেম্বরের মধ্যে বুক করলে আর্লিবার্ড অফার॥ ( এই অফারটি ডিসেম্বরের জন্য প্রযোজ্য নয়) 

রেগুলার প্রাইজ ৯৫ হাজার টাকা। 


👉👉 এই খরচে যা যা থাকবে

=================

* ঢাকা টু ঢাকা বিমান টিকেক 

***কাঠমুন্ডু থেকে কাঠমান্ডু সকল প্রকার যানবাহন খরচ।

* প্রতিদিন ৩ বেলা খাবার ( ট্রেকের সময় শুধু ভেজ আইটেম থাকবে, তবে এই রুটে খাবারের অনেক অপশন থাকবে)

* অভিজ্ঞ গাইড ও ট্রেইন্ড মাউন্টেইনার ট্রেক লিডার। 

* কাঠমুন্ডুতে ও পোখরায় মাঝারি মানের হোটেলে শেয়ার বেসিসে থাকা, ট্রেকের সময় টি হাউজ ও কটেজে থাকার ব্যাবস্থা।



🚫🚫 যা যা থাকবে নাঃ

===========

* রুট পারমিট+ টিমস (২০০০ রুপি)

* মেনুর বাইরে যেকোন খাবার

* মিনারেল ওয়াটার,  চা, কফি 

* পার্ক, বিনোদন,  রাইডের টিকেট। 

* উপরে উল্লেখিত নয় এমন কিছু।


★★ পেমেন্ট পলিসি

বুকিং মানি ৪০ হাজার টাকা ( অফেরতযোগ্য) 

যদি কোন কারণে গো-গার্লস ইভেন্ট ক্যানসেল করে তাহলে ফেরতযোগ্য। 

তবে আবহাওয়া বা অন্য কোন অনিবার্য্য কারণে কোন কারণে ফ্লাইট ডিলে বা রিস্কেডিউল  

 হলে তা সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে॥ 

বিস্তারিত জানতে এবং বুকিং কনফার্ম করতে ফোন করতে পারেন কিংবা হোয়াটসএ্যাপ করতে পারেন। 

নম্বরঃ +88018 1036 8925

অফার বুকিং এর বিস্তারিত তথ্য

কোম্পানির ঠিকানা

ICT Tower, Agargaon,1207

+8801810368925

click to chat