থাইল্যান্ড এডভেঞ্চার নারী এবং কাপলদের গ্রুপ ট্রিপ

ছবিতে ছবিতে

যে সব সুবিধা থাকছে

 ভ্রমন সময়ঃ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ , এপ্রিল, মে, জুন, জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর( প্রতি মাসেই আমাদের গ্রুপ ট্রিপ রয়েছে। ১মাস আগে ডেট ফিক্সড করা হবে।) 


ট্রিপ ডিটেইলস 

🌸🌸

৫ রাত ৬দিন

৩রাত ফুকেট 

২রাত ব্যাংকক 


🌺প্রথম দিনঃ 

ব্যাংকক হয়ে চলে যাবো ফুকেট। হোটেলে চেক ইন করে নিজেদের মত এনজয় করবো। 


🌺 দ্বিতীয় দিনঃ 

যাবো ফিফি আইল্যান্ডে। 

একদিনে ঘুরবো চারটা চমৎকার আইাল্যান্ড। 

*ফিফি

*মানকি বে 

*মায়া বে

*কাই আইল্যান্ড

খুব ভোরে আমাদের হোটেল থেকে পিকাপ করবে। জাহাজে ওঠার সময় ব্রেকফাষ্ট করবো ওখানেই। তারপর সারা দিন আইল্যান্ড ঘোরা, কায়াকিং, স্নোরকেলিং। একেবারে এডভেঞ্চারাস একটা দিন কাটবে। 


🌺 তৃতীয় দিনঃ 

সকালে বুফে ব্রেকফাষ্ট শেষে চলে যাবো ফুকেট সিটি এক্সপ্লোর করতে। দারুন সব বিচ, টাইগার কিংডমে চাইলে বাঘের লেজ নিয়ে খেলাও করা যাবে। এলিফেন্ট হিল, পার্ল ফ্যাক্টরি আর বিগ বুদ্ধা। 

এক কথায় অসাধারণ একটা দিন। 


🌺 চতুর্থ দিনঃ 

পরের দিন সকালে বুফে ব্রেকফাষ্ট করে এয়ারপোর্ট। যাবো ব্যাংকক। তারপর হোটেল চেক ইন করে নিজেদের মত ঘোরাঘুরি। শপিং


🌺 পঞ্চম দিনঃ 

হোটেলে ব্রেকফাষ্ট চলে একটা ডে ট্রিপে ঘুরবো ব্যাংকক সিটি। সন্ধ্যায় স্ট্রিট ফুড, রাতে নাইট লাইফ উপভোগ। 


🌺 ষষ্ঠ দিনঃ 

ব্রেকফাষ্ট করে ব্যাংকককে বিদায় জানিয়ে ফিরবো ঢাকা… 


🦋🦋

প্যাকেজ মূল্যঃ ৯৮ হাজার  টাকা ( ট্রিপের মিনিমাম দের মাস আগে বুকিং করতে হবে এই প্রাইজে বুকিং করতে চাইলে) 

বুকিং মানিঃ ২০ হাজার টাকা 

বেবি পলিসিঃ যদি ৭ বছরের নিচে হয় এবং এক্সট্রা বেড না প্রয়োজন হয় তবে ৭৫ হাজার টাকা এয়ার টিকেটসহ। 

যদি কাপল হয়ে থাকেন এবং বেবি চার বছরের মধ্যে হয় তাহলে শুধুমাত্র এয়ার ফেয়ারটা যোগ হবে। এক্সট্রা কোন পেমেন্ট করতে হবে না। 


🌸প্যাকেজে যা যা থাকছেঃ 

১.  এয়ার টিকেট ( ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক) 

২. এয়ারপোর্ট থেকে সকল ট্রান্সপোর্ট

৩. ৩ স্টার মানের হোটেল ৫ রাত। (ডাবল বা ট্রিপল শেয়ারিং) 

৫. পাঁচটি ব্রেকফাষ্ট , ১টি লান্চ

৬. প্যাকেজে উল্লেখিত সাইট সিয়িংয়ে যাওয়ার জন্য প্রাইভেট ট্রান্সপোর্ট। 


🌸 প্যাকেজে যা যা থাকছে নাঃ 

১. লান্চ + ডিনার 

২. কোন এন্ট্রি ফি। 

৩. সকল ধরনের ব্যক্তিগত খরচ, অষুধ। 

৪.প্যাকেজে উল্লেখিত নয় এমন কোন খরচ


যদি Go Girls কতৃপক্ষ কোন কারণে ট্রিপ ক্যানসেল করে তাহলে পুরো টাকা ফেরত যোগ্য। যদি বুকিং দেওয়ার পরে টিকেট কাটা হয়ে যায় এবং ব্যক্তিগত কোন সমস্যার কারণে কেউ ট্রিপ ক্যানসেল করতে চায় সেক্ষেত্রে অফেরতযোগ্য।

আবহাওয়া কিংবা অন্য কোন প্রাকৃতিক কারণে ফ্লাইট ডিলে কিংবা রিস্কেডিউল হলে সবার সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে এক্ষত্রে কোন রিফান্ড করা হবে না।

অফার বুকিং এর বিস্তারিত তথ্য

কোম্পানির ঠিকানা

ICT Tower, Agargaon,1207

+8801810368925

click to chat